আপনার ওয়েবসাইটের স্পিড চেক করে নিন খুব সহজে। NS Gazi CTC

 Check your website speed test. 

আপনার ওয়েবসাইটের স্পিড চেক করে নিন খুব সহজে। 



আপনার ওয়েবসাইটের স্পিড চেক করুন খুব সহজে । গুগলে যদি আপনি সার্চ করেন Website speed test. তাহলে দেখবেন সবার উপরে দুইটা ওয়েব সাইটের ঠিকানা দেখাবে একটি হলো Google Page Speed Insights, অপরটি হচ্ছে GTmetrix । Website Speed নামে । এই দুইটি সাইট বেশ বিশ্বাসযোগ্য Page Speed checker website. 
Google Page Speed Insights ns gazi ctc
 

 এখন আমরা প্রথমে আলোচনা করবো Google Page Speed Insights, নিয়ে । গুগল পেজ স্পিড ইনসাইট এ প্রবেশ করলে উপরের মত একটা পেজ দেখতে পাবেন সেখানে Enter a webpage URL এ আপনার ওয়েব সাইটের ঠিকানা দিয়ে ডান পাশে থাকা ANALYZE এর উপর ক্লিক করুন । তাহলে দেখবেন আমার এন.এস গাজী সিটিসি এর মত করে আপনার ওয়েব সাইটের স্পিড তথ্য গুলো দেখাবে । 
 
 
তারপর একটু উপরে খেয়াল করলে দেখতে পাবেন মোবাইল ও ডেক্সটপ নামে দুইটা অপশন দেখাচ্ছে সেখানে ক্লিক করে মোবাইল ও ডেক্সটপ এই দুই ভার্সনে আপনার সাইটের স্পিড সম্পর্কে জানতে পারবেন ।   


Google search result.
 
এবার GTmetrix এ । এ সাইটটিও অনেক সুন্দর করে আপনার ওয়েব সাইটের স্পিড সংক্রান্ত তথ্য সমূহ আপনার সামনে তুলে ধরবে । এ সাইটটিতেও সার্চ করার পদ্ধতি উপরের মাইটের মত একই । 

শুধুমাত্র Enter URL to Analyze বক্সের ভিতর আপনার ওয়েবসাইটের ঠিকানা লিখে পাশে থাকা Test your site এর উপর ক্লিক করলেই নিচের ছবির মত একটা ইন্টারফেস আপনার সামনে হাজির হবে । 

 
যেটা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার সাইটরে স্পিড কেমন, Performance কেমন, Structure কেমন ইত্যাদি বিভিন্ন বিষয়ে । 
নিচের ছবিটি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন । 
 
GTmetrix | Website Speed and Performance Optimization ns gazi ctc

 
উপরের দেখানো ওয়েবসাইট দুটি ছাড়াও আরও অনেক ওয়েবটুলস্ আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ওয়েব সাইটের স্পিড সম্পর্কে জানতে পারেন । 
তারমধ্যে গুগল র‌্যাংকিংয়ে যেগুলো পরপর আসে তার মধ্যে এগুলো থাকে যেমন. 
  • dotcom-tools.com
  • tools.pingdom.com
  • uptrends.com
  • tools.keycdn.com
  • webpagetest.org
 
এগুলোও বেশ উল্লেখযোগ্যা । আপনি এই সাইটগুলো ব্যবহার করেও খুব সহজে আপনার ওয়েব সাইটের স্পিড টেস্ট করতে পারেন । 
আমার এই পোস্টটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করতে ভুলবেন না । আর ফেসবুকে আমাদের পোস্ট নিয়মিত পেতে লাইক করতে পারেন আমাদের N.S GAZI Computer's পেজটি । 
ধন্যবাদ সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য । আল্লাহ-হাফেজ । 
 
 
রিসেন্ট পোস্ট : 
 

Post a Comment

0 Comments