Check your website speed test.
আপনার ওয়েবসাইটের স্পিড চেক করে নিন খুব সহজে।
আপনার ওয়েবসাইটের স্পিড চেক করুন খুব সহজে । গুগলে যদি আপনি সার্চ করেন Website speed test. তাহলে দেখবেন সবার উপরে দুইটা ওয়েব সাইটের ঠিকানা দেখাবে একটি হলো Google Page Speed Insights, অপরটি হচ্ছে GTmetrix । Website Speed নামে । এই দুইটি সাইট বেশ বিশ্বাসযোগ্য Page Speed checker website.
এখন আমরা প্রথমে আলোচনা করবো Google Page Speed Insights, নিয়ে । গুগল পেজ স্পিড ইনসাইট এ প্রবেশ করলে উপরের মত একটা পেজ দেখতে পাবেন সেখানে Enter a webpage URL এ আপনার ওয়েব সাইটের ঠিকানা দিয়ে ডান পাশে থাকা ANALYZE এর উপর ক্লিক করুন । তাহলে দেখবেন আমার এন.এস গাজী সিটিসি এর মত করে আপনার ওয়েব সাইটের স্পিড তথ্য গুলো দেখাবে ।
তারপর একটু উপরে খেয়াল করলে দেখতে পাবেন মোবাইল ও ডেক্সটপ নামে দুইটা অপশন দেখাচ্ছে সেখানে ক্লিক করে মোবাইল ও ডেক্সটপ এই দুই ভার্সনে আপনার সাইটের স্পিড সম্পর্কে জানতে পারবেন ।
এবার GTmetrix এ । এ সাইটটিও অনেক সুন্দর করে আপনার ওয়েব সাইটের স্পিড সংক্রান্ত তথ্য সমূহ আপনার সামনে তুলে ধরবে । এ সাইটটিতেও সার্চ করার পদ্ধতি উপরের মাইটের মত একই ।
শুধুমাত্র Enter URL to Analyze বক্সের ভিতর আপনার ওয়েবসাইটের ঠিকানা লিখে পাশে থাকা Test your site এর উপর ক্লিক করলেই নিচের ছবির মত একটা ইন্টারফেস আপনার সামনে হাজির হবে ।
যেটা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার সাইটরে স্পিড কেমন, Performance কেমন, Structure কেমন ইত্যাদি বিভিন্ন বিষয়ে ।
নিচের ছবিটি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ।
উপরের দেখানো ওয়েবসাইট দুটি ছাড়াও আরও অনেক ওয়েবটুলস্ আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ওয়েব সাইটের স্পিড সম্পর্কে জানতে পারেন ।
তারমধ্যে গুগল র্যাংকিংয়ে যেগুলো পরপর আসে তার মধ্যে এগুলো থাকে যেমন.
- dotcom-tools.com
- tools.pingdom.com
- uptrends.com
- tools.keycdn.com
- webpagetest.org
এগুলোও বেশ উল্লেখযোগ্যা । আপনি এই সাইটগুলো ব্যবহার করেও খুব সহজে আপনার ওয়েব সাইটের স্পিড টেস্ট করতে পারেন ।
আমার এই পোস্টটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করতে ভুলবেন না । আর ফেসবুকে আমাদের পোস্ট নিয়মিত পেতে লাইক করতে পারেন আমাদের N.S GAZI Computer's পেজটি ।
ধন্যবাদ সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য । আল্লাহ-হাফেজ ।
রিসেন্ট পোস্ট :
BiP–Messaging, Voice and Video Calling, বিআইপি- সম্পর্কে অজানা তথ্য জেনে নিন এখনই । এনক্রিপশন কি এবং এনক্রিপশন কিভাবে আপনার ডাটা সুরক্ষিত রাখে ? ফেসবুকের নতুন ফিচার চ্যাট রুম কিভাবে আপনি ব্যবহার করবেন অথবা চ্যাট রুম কিভাবে তৈরি করবেন ?
0 Comments