এনক্রিপশন কি এবং এনক্রিপশন কিভাবে আপনার ডাটা সুরক্ষিত রাখে ?

what-is-encryption-encryption-ki How secure Your Data ?
What is Encryption ?

What is Encryption & How secure Your Data ?

এনক্রিপশন কি এবং এনক্রিপশন কিভাবে আপনার ডাটা সুরক্ষিত রাখে ?



আসসালামুওয়ালাইকুম, কেমন আছেন বন্ধুরা ??? আশাকরি সকলেই ভালো আছেন এবং ভালো থাকিয়া আমার এই পোষ্টটি পড়ছেন । আজ আপনাদের সাথে আলোচনা করবো Encryption কি ? What is Encryption ?


Encryption কি ?

Encryption সম্পর্কে বুঝতে আগে আমাদের জানতে হবে Encryption এর বাংলা অর্থ কী ? Encryption এর বাংলা অর্থ হলো জোড়া লাগানো অর্থাৎ একটি জিনিসের সাথে অন্য একটি জিনিস এড করা বা যোগ করা । প্রযুক্তিগত ভাষায় বলতে গেলে It is the process of converting plaintext to ciphertext. অর্থাৎ কোন plaintext কে বা সাধারণ লেখাকে  ciphertext এ রুপান্তর করা ।  এই Encryption পদ্ধতিটি আজ নতুন নয় । এটি ইন্টারনেট আবিস্কারেরও অনেক আগের পদ্ধতি । এই Encryption পদ্ধতিটি এভাবে চলে আসছে শত শত বছর ধরে ।  এটি দীর্ঘদিন ধরে শুধু মাত্র সামরিক বাহিনী ও সরকারী ক্ষেত্রে গোপন যোগাযোগের জন্য ব্যবহৃত হতো ।  যাই হোক সহজ কথায় বলতে গেলে এনক্রিপশন কোন পাঠযোগ্য ডাটা বা উপাত্ত নয়, এটি এলামেলো ভাবে সাজানো থাকে । প্রাপক এটিকে সঠিকভাবে সাজিয়ে নেয় । বলে রাখা ভালো- প্রেরক এবং প্রাপক দুজনেরই এই Encryption সম্পর্কে ধারনা থাকতে হয় ।

Encryption কিভাবে কাজ করে ?

চলুন একটি উদাহারণের মাধ্যমে জেনে নিই । ধরুন আপনি একটি চিঠি আপনার বন্ধুর কাছে পাঠাচ্ছেন কোন একজন ব্যক্তির মাধ্যমে । এখন এই চিঠিতে এমন কিছু লেখা আছে যা আপনি এবং আপনার বন্ধু ছাড়া আর কাউকে জানানো উচিত হবে না । তাহলে এখন আপনি কিভাবে আরেকজনের মাধ্যমে চিঠিটি প্রেরণ করবেন ??? আপনি যদি এই Encryption পদ্ধতিটি অনুসরণ করেন তাহলে আপনার জন্য খুবই সুবিধাজনক হয় । আপনি যদি আপনার চিঠির ভিতর কিছু শব্দ এলোমেলো করে দেন তাহলে চিঠিটি দেখতে অনেকটাই হিজি বিজি লাগবে তাই না ?? যেমন ধরুন আপনি চিঠিতে লিখলেন Sdbgmnknfx এটা দেখে আপনি বলতে পারবেন ? এখানে কোন শব্দ লেখা আছে ? আশা করি পারবেন না তার কারন হলো আপনি এই সম্পর্কে অভিজ্ঞ না ।   এখানে  লেখা আছে Technology এখন আপনি বলতে পারেন আমার মাথা খারাপ হয়ে গেছে । তাই নিজের ইচ্ছা মত লিখছি । আসলে তা নয়, এখানে আপনি খেয়াল করুন আমি Technology লেখাটির প্রতিটি অক্ষরের আগের অক্ষর লিখে রেখেছি । এর মানে এটাই দাঁড়ায় যে চিঠির যিনি প্রেরক সে এবং চিঠির যিনি প্রাপক দুজনকেই এই একই জ্ঞানের অধিকারীহ হতে হবে । তা না হলে তাদের পাঠানো ভাষা পড়া বা বুঝা কখনই সম্ভব না ।

এবার আসি কাজের কথায় । আপনি এত সময় পড়ার পর মনে হতে পারে যে এগুলো এখন আর আমাদের দেখে কি লাভ ? আমরা তো আর চিঠি আদান-প্রদান করি না । তাহলে জেনে নেওয়া যাক আমাদের লাভটা কোথায় ??

তথ্য প্রযুক্তিতে Encryption এর কাজের ধরন কি ??

ধরুন আপনি আপনার বন্ধুর কাছে একটি SMS বা খুদে বার্তা পাঠালেন, সেটা হতে পারে Email, Whatsapp, Facebook Massenger এর মাধ্যমে এবং মাঝ পথে কোন হ্যাকার এটি দেখে নিলো । তাহলে কি করবেন ???
আমরা যখন কোন বার্তা পাঠাই তাই সে হতে পারে কোন লেখা, ছবি, ভিডিও ইত্যাদি তখন সেই লেখাটি প্রাপকের কাছে পৌছানোর আগ পর্যন্ত সেটি এই Encryption এর আওতায় থাকে এবং প্রাপক যখন সেটি রিসিভ করে তখন পূর্বের অবস্থায় ফিরে আসে ।
তবে একটা সুখবর হলো হাতে গোনা কিছু কোম্পানী এই Encryption অপশনটি তারা ব্যবহার করে যাতে করে তাদের গ্রাহকের কোন তথ্য কোন হ্যাকারের হাতে না পড়ে । তার মধ্যে Whatsapp উল্লেখযোগ্য কারন খুব সহজে Whatsapp এর ম্যাসেজ হ্যাক হওয়ার তথ্য খুব একটা চোখে পড়ে না  বা শোনা যায় না ।

এছাড়াও যারা আমাদের দেশের ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংক রকেট ব্যবহার করেন তারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন আপনি যদি আপনার ফোনে ডিফাউল্ট কিবোর্ড ছাড়া অন্য কোন কিবোর্ড ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন মোবাইল নং দেওয়ার সময় আপনার কিবোর্ড ঠিক থাকে কিন্তু যখনই আপনি আপনার পিন কোডটি বসাতে যান তখনই এমনিতেই আপনার মোবাইলের কিবোর্ড পরিবর্তন হয়ে যায় । তার করান হলো আপনার পিনটি যেন কোন হ্যাকার হ্যাক করতে না পারে । অর্থাৎ আপনি যখন আপনার পিন কোডটি বসাবেন তখন আপনার পিন কোডের সাথে অটোমেটিকভাবে কিছু অক্ষর এবং সংখ্যা যোগ হয়ে সেটা পরিবর্তন হয়ে যাবে । যাতে করে কোন হ্যাকার এটি খুব সহজে বুঝতেই না পারে আপনি কোন ধরনের পিন ব্যবহার করেছেন ।


আমার এই পোষ্টটি আপনার হয়ত একটু হলেও কাজে দিবে আশাকরি । আমার পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন নতুন কিছু জানার জন্য । ধন্যবাদ ।

পোষ্টের ভিতর যে কোন ধরনের ভুল ভ্রান্তী ক্ষমা করবেন । কারন এই বিষয় নিয়ে গুগলে তেমন কোন উল্লেখযোগ্য আর্টিকেল বাংলাতে পাওয়া যায় নি । ঠিকঠাক লিখতে না পারলেও Encryption এর মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র ।


আমাদের আরও পোষ্ট দেখতে :-

Post a Comment

0 Comments