BiP–Messaging, Voice and Video Calling, বিআইপি- সম্পর্কে অজানা তথ্য জেনে নিন এখনই ।

BiP–Messaging, Voice and Video Calling, 

Get to know unknown information about BiP now. 

বিআইপি- সম্পর্কে অজানা তথ্য জেনে নিন এখনই ।

bip-logo-turkcell-logo-ns-gazi-ctc


আসসালামু আলাইকুম বন্ধুরা । আশা করি সকলে ভালো আছেন । আজ আপনাদের সাথে আলোচনা করবো একটি নতুন মোবাইল এপ্লিকেশন নিয়ে যা ইতিমধ্যে পুরো বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে । আর তার নাম হলো “বিআইপিBiP । গুগল প্লে ষ্টোর এ যার পুরো নাম হলো BiP – Messaging, Voice and Video Calling এখানে অথবা নিচের ছবির উপর ক্লিক করে ডাউনলোড করতে পারেন । 

BiP – Messaging, Voice and Video Calling
BiP Download Link

BiP (বিআইপি) প্রথমে চালু হয় ২০১৩ সালে । এই মাত্র কয়েক বছরের ব্যবধানে ১৯২ টি দেশে জনপ্রিয়তা লাভ করেছে । যা বর্তমানে বাংলাদেশের মানুষের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে । 

এই জনপ্রিয় এ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান হলো ‘তুরস্কের’ বৃহত্তম রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ‘তুর্কসেল’ । বাংলাদেশে ভয়েস এবং ভিডিও কলের জন্য বহুল প্রচলিত মোবাইল অ্যাপ ইমুহোয়াটসঅ্যাপ এর থেকেও এই অ্যাপটির রয়েছে বেশ কিছু বিশেষ সুবিধা । 

নিরাপদে বার্তা আদান প্রদানের ক্ষেত্রে এই অ্যাপে পাওয়ারফুল এনক্রিপশন ব্যবহার করা হয়েছে ।  যাতে কোন হ্যাকার এর খুদে বার্তা অথবা ভয়েস কল সম্পর্কে জানতে না পারে বা হ্যাক করতে না পারে ।

একটা জিনিস জেনে আপনিও অবাক হবেন যে, এই কোম্পানী নিজেও আপনার কোন বার্তা তাদের ডাটাবেসে সংরক্ষণ করে না । যা অন্যান্য কোম্পানী করে থাকে । 

যেমন ফেসবুক, গুগল, বিং তাদের রয়েছে বিরাট আকারের একটি ডাটাবেস । যে ডাটাবেসে রয়েছে সমস্ত ইউজারের ডাটা, যেমন তারা কি বার্তা আদান প্রদান করছে ? তাদের অবস্থান ? ইত্যাদি । 

বিআইপি’ এর ব্যবস্থাপনা পরিচালন বলেন বর্তমানে এই অ্যাপের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১ কোটির ও বেশি ।

আমাদের পোষ্ট ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না । 

ফেসবুকে আমাদের ফলো করতে পারেন : 

ফেসবুক   টুইটার   লিংকডইন    বিআইপি আইডি    বিআইপি চ্যানেল 

জয়েন হতে পারেন উপরের সব গুলোতে । 

 

কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ।  


Post a Comment

0 Comments