Question Hub কি ? Question Hub কিভাবে কাজ করে ?

what is Question Hub? ns gazi ctc

what is Question Hub? How do I Subscribe to Google Question Hub?


Question Hub কি ? Question Hub কিভাবে কাজ করে ? 


আসসালামুওয়ালাইকুম, আশাকরি আপনারা সকলেই ভালো আছেন । আজ আপনাদের সাথে একেবারে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো । যা আপনারা অনেকেই এই বিষয় সম্পর্কে জানেন না । জানবেন কি করে ?? এখনও যে বাংলাদেশে রিলিজ করা হয়নি । তো যাই হোক আজ আমরা জানবো Question Hub কি? Question Hub কিভাবে কাজ করে এবং এই Question Hub এ আমাদের উপকারিতা কি ?

Question Hub কি ?

আগে জানবো Question Hub আসলে কি ?? কোশ্চেন হাব হলো গুগলের এমন একটি প্লাটফর্ম যা ইউজারের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে । অর্থাৎ পৃথিবীতে যত ধরনের প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং উত্তরের সেই লিংক অর্থাৎ সেখানে প্রশ্নের উত্তর আছে সেই ওয়েব সাইটের ঠিকানা এখানে লিপিবদ্ধ থাকবে । যা একজন ভিজিটর খুব সহজে তা পেতে পারে । তাই সে যে দেশেরই হোক না কেন ।

Question Hub কিভাবে কাজ করে ?

ধরুন আপনি যখন কোন কিছু খোজার জন্য গুগলে সার্চ করে থাকেন তখন গুগল আপনাকে ওই রিলেটেড কিছু লেখা আছে এমন ওয়েব সাইট আপনার সামনে শো করিয়ে দেয় । তখন আপনি সার্চ রেজাল্টের উপর আবার নিজে একটা চিন্তা ভাবনা করে তার পর একটা সাইটে প্রবেশ করেন । এখানে আপনার চিন্তা ভাবনার কারন হলো অনেক সময় আমরা যা সার্চ করি তা কিন্তু ঠিকঠাক মত পাই না । কারন আপনি যে শব্দটা দিয়ে সার্চ করেছেন সেই শব্দটা যে ওয়েব সাইটে আছে সেটাই এখানে শো করে ।  কিন্তু Question Hub এ বিষয়টা একদম আলাদা । শুধু মাত্র আপনি যে বিষয়টা সার্চ করবেন সেটাই শো করবে ।
এখন মনে করেন আপনি সার্চ করলেন যে (ধরুন বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি) মিজানুর রহমান আল আজহারীর পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি সম্পর্কে জানতে চাইলেন । তখন গুগল হাব যে কাজটি করবে ? যে ওয়েব সাইটে এই বিষয়ে পোষ্ট আছে ঠিক সেই ওয়েব সাইটটি আপনার সামনে শো করবে । তাহলে আপনি খুব অল্প সময়ে আপনার কাংক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।

Question Hub কোথায় রিলিজ হয়েছে ?

এখন জানবো Question Hub কোন কোন দেশে রিলিজ হয়েছে ? আপতত তিনটি দেশে Question Hub এর কার্যক্রম চলছে । সে দিনটি দেশ হলো ইন্ডিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া । প্রথম অবস্থায় এই তিনটি দেশে পরীক্ষামূলক চালূ করা হয়েছে । পরবর্তীতে অন্য দেশ গুলোতে চালু হবে বলে জানিয়েছে গুগল ।

আপনি জানবেন কিভাবে বাংলাদেশে Google Question Hub চালু করা হচ্ছে ?

বাংলাদেশে যখনই চালু হবে আপনার ইমেইল এ একটা মেইল পাঠানো হবে । কিভাবে জানেন ??? তার জন্য প্রথমে আপনাকে গুগল কোশ্চেন হাবের ওয়েব সাইটে যেয়ে আপনার ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে হবে । তাহলে যখনই বাংলাদেশে চালু হবে সাথে সাথে আপনাকে একটা মেইল দিয়ে জানানো হবে যে অমুক তারিখ থেকে বাংলাদেশে Google Question Hub চালু করা হচ্ছে । নিচের ছবি দুটি খেয়াল করুন ।
Question Hub কি

Question Hub কি ? এন এস গাজী সিটিসি

ব্লগারদের উপকারিতা :

Question Hub এ আপনি খুব সহজে আপনার ব্লগের Backlink তৈরি করতে পারবেন । আর Backlink  লিংক এর উপকারিতা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছুই নেই । যারা ব্লগ ব্যবহার করেন তারা ভালো করেই জানেন এই  Backlink ব্লগ এসইওর বড় একটা অংশ ।  কারন এই ব্যাকলিংকের মাধ্যমে প্রচুর পরিমানে অরগানিক ভিজিটর পাওয়া যায় ।


কিভাবে Backlink যোগ করবেন :

প্রথমে Google Question Hub এ লগইন করবেন । তার এড Question Hub এ ক্লিক করে  আপনার ব্লগে যে ধরনের পোষ্ট করেছেন সেই প্রকৃতির টেমপ্লেট এড করবেন । যেমন ধরুন আপনি আপনার ব্লগে IT Related পোষ্ট করে থাকেন তাহলে আপনি Internet & Telecom সিলেক্ট করে এর মধ্যে যে প্রশ্ন গুলো থাকবে সেখানে আপনি যে প্রশ্নের উত্তর দিতে চান তার পাশে Answer বাটনে ক্লিক করে সেই পোষ্টের লিংক এড করে দিন তাহলে আপনার পোষ্টের একটি ব্যাকলিংক তৈরি হয়ে যাবে ।



আমাদের পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন । এবং নিয়মিত আমাদের পোষ্ট পেতে ডান পাশে  সাবস্ক্রাইব এর ঘরে আপনার মেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা পোষ্ট করার সাথে সাথে আপনার মেইলে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন । ধন্যবাদ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ।

 
ফেসবুকে আমাদের ফলো করতে আমাদের পেজে একটা লাইক করুন এবং জয়েন করুন আমাদের গ্রুপেটুইটার এবং লিংকডইন আছি আমি ।

আমাদের আরও পোষ্ট :- 

Post a Comment

0 Comments