বাংলাদেশ রেলওয়ে 'সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২)' চাকরির বিজ্ঞপ্তি 2022 ।

 Bangladesh Railway 'Assistant Locomotive Master (Grade-2)' Job Circular 2022.

 

বাংলাদেশ রেলওয়ে 'সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২)' চাকরির বিজ্ঞপ্তি 2022 ।

 


Bangladesh Railway ‘Assistant Locomotive Master (Grade-2)’ job circular 2022 has been published. Application process start from 30th January 2022. Application End Datw 6th March 2022.

 

আসসালামু আলাইকুম বন্ধুরা । বাংলাদেশ রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।

 

Bangladesh Railway ‘Assistant Locomotive Master (ALM) (Grade-2)’

পদের নাম             : Assistant Locomotive Master (ALM) (Grade-2)

পদের সংখ্যা         :  ২৮০ টি

শিক্ষাগত যোগ্যতা : যে কোন বোর্ড হতে এইচ এস সি (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন শুরু         :  ৩০ জানুয়ারী ২০২২ সকাল ১০.০০ টা ।

আবেবদন শেষ       : ০৬ মার্চ ২০২২ বিকাল ৫.০০ টা ।

আবেদনের ফি         : ৫৬ টাকা (সাথে এসএমএস চার্জ ৬ টাকা) লাগবে । 

আবেদনের লিংক     : http://br.teletalk.com.bd/ 

 

এবার চলুন দেখে নেওয়া যাক আবেদন প্রক্রিয়াটি । 

প্রথমে এই লিংকে ক্লিক করুন অথবা উপরে আবেদনের লিংকটি কপি করে ব্রাউজারের ইউআরএল বক্সে দিয়ে এন্টার প্রেস করুন । তাহলে নিচের মত একটা পেজ শো করবে । 

br-teletalk-alm-na-gazi-ctc

সরাসরি এখান থেকে যেতে নিচে Apply Now বাটনে ক্লিক করুন । তাহলে একবারে উপরের মত পেজ শো করবে ।

তারপর মার্ক করা লিংকের উপর ক্লিক করুন । এবার দেখবেন নিচের মত আর একটা পেজ দেখা যাবে । এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন লিংক দু’টিই দেখতে পাবেন । আপনি চাইলে উপরের লিংকে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিন এবং নিচের Application Form এ ক্লিক করে আবেদন ফরমটি পূরন করুন ।

br-teletalk-alm-na-gazi-ctc02

সরাসির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে নিচের লিংকের উপর ক্লিক করুন । 

সম্পূর্ণ সার্কুলার লিংক

 

জব সার্কুলারের অন্য পোষ্ট  :

বাংলাদেশ রেলওয়ে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২২

 

অন্য বিষয়ে আমাদের পোষ্ট সমূহ :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি ফরম ডাউনলোড ২০২২

 

 

নিজের মোবাইল ব্যবহার করে NTRCA Joining Letter ডাউনলোড করুন খুব সহজে ।

 

স্ক্রীনশর্ট নিন খুব সহজে, কোন সফটওয়্যার ছাড়া ।। ns gazi ctc

 

 

Post a Comment

0 Comments