স্ক্রীনশর্ট নিন খুব সহজে, কোন সফটওয়্যার ছাড়া ।। ns gazi ctc

Take screenshots very easily, without any software.

স্ক্রীনশর্ট নিন খুব সহজে, কোন সফটওয়্যার ছাড়া ।

 


আসসালামুআলাইকুম, কেমন আছেন বন্ধুরা ? আশাকরি সকলে ভালো আছেন ।  আজ একটা মজার টিপস শেয়ার করবো । আপনারা অনেকেই আছেন যারা ব্রাউজ করার সময় কিছু কিছু স্ক্রীন শর্ট নেওয়ার প্রয়োজন পড়ে । সে সময় আপনারা যেটা করেন সেটা হলো স্ক্রীন শর্টের জন্য ছোট কোন সফটওয়্যার ব্যবহার করেন । কিন্তু আজ দেখাবো কোন সফটওয়্যার ছাড়া কিভাবে স্ক্রীন শর্ট নিতে পারবেন । তো চলুন শুরু করা যাক ..... 


আমরা সকলেই ইন্টারনেট ব্যবহারের জন্য Mozilla Firefox সফটওয়্যার ব্যবহার করে থাকি । এখন যদি আপনার এই মজিলা ফায়ারফক্স ব্রাউজারে এমন একটা সুবিধা থাকে তাহলে কেমন হয় ? বলবেন নিশ্চয় ভালো হয় । তাহলে আর আলাদা কোন সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন পড়ে না । হ্যাঁ এমনটাই দেখাবো বিভিন্ন স্ক্রীন শর্টের মাধ্যমে । আর একটা কথা যদি আপনার কম্পিউটারে মজিলা সেটাপ না থাকে তাহলে এখান থেকে Mozilla Firefox সফটওয়্যারটি সেটাপ করে নিন ।

নিচের দেওয়া স্ক্রীন শর্ট গুলো ভালো ভাবে লক্ষ্য করুন । তাহলে দেখবেন আমার লেখা ‍গুলো আর আপনার পড়া লাগছে না । 

স্ক্রীন শর্ট- সফটওয়্যার ছাড়া-এন-এস-গাজী সিটিসি
এটা প্রথম স্ক্রীন শর্ট (কিছু মনে করবেন না শর্ট নেওয়ার জন্য আমার ব্লগ ব্যবহার করেছি)

উপরের স্ক্রীন শর্টটি লক্ষ্য করুন । এখানে যে কোন একটা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করলে দেখবেন লাল চিহ্নিত উইন্ডোর মত একটা উইন্ডো আসবে । সেখানে লেখা Take Screenshot এর উপর ক্লিক করুন । তাহলে নিচের ছবির মত আরও একটা অপশন দেখতে পাবেন ।


 এখানে আমি মাউস যেখান থেকে ড্রাগ করে নিয়ে যে পর্যন্ত ছেড়ে দিয়েছি সেই জায়গাটা দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে । আগে যেটা কালো আবরনে ঢাকা ছিল । সাথে সাথে নিচে তীর চিহ্নিত স্থানে দেখুন কয়েকটা সাদা বিন্দু দেখা যাচ্ছে তার মানে হলো ওই পর্যন্ত আমি মাউস টেনে নিয়ে ছেড়ে দিছি । 


এবার নিচে খেয়াল করুন । সেখানে কপি, ডাউনলোড এবং ক্লোজ বাটন দেখাচ্ছে । এবার আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারেন আবার কপি করতে পারেন আবার না চাইলে ক্লোজও করে দিতে পারেন । 


 

 তো আজ এ পর্যন্তই । আশা করি মজিলা ফায়ারফক্স ব্যবহার করার সময় কোন রকম স্ক্রীন শর্ট নিতে আর সফটওয়্যার ব্যবহার করা লাগবে না । 

আর ভালো লাগলে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করতে ভুলবেন না । 


কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । 

 

ব্লগ ডিজাইন করুন আমাদের থেকে


Post a Comment

0 Comments