ডাউনলোড এবং আপলোড কী ? ns gazi computers

What is download and upload?

 ডাউনলোড এবং আপলোড কী ?

What is download and upload? NS Gazi CTC
 

আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশাকরি সকলে ভালো আছেন । দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে । আর ইন্টারনেট ব্যবহারের সাথে ডাউনলোড এবং আপলোড কথাটি ওতপ্রোতভাবে জড়িত  । এমন কোন ইন্টারনেট ব্যবহারকারী নেই যে সে প্রতিদিন তার কোন দরকারী ফাইল ইন্টারনেটে ডাউনলোড অথবা আপলোড করেন না । তাই আজকের আলোচনা হলো-

👉 ডাউনলোড কী ? 

👉 আপলোড কী ? 

 

 প্রথমে আসি ডাউনলোড কী ? What is Download ? 

ডাউনলোড বা ডাউনলোডিং হলো এমন এক প্রক্রিয়া যেখানে কম্পিউটার বা বিভিন্ন ডিভাইস ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকে তথ্য বা ডাটা সংগ্রহ করে । ডাউনলোড করার প্রক্রিয়াটি মূলত অন্য উৎস থেকে নিজের কাছে সংরক্ষন করা । প্রকৃত পক্ষে তথ্য বা ডাটাগুলো অন্য কোথাও সংরক্ষিত ছিলো সেগুলো নিজের কম্পিউটার বা মোবাইলে নিয়ে আসা । এখানে মোদ্দা কথা হলো - ইন্টারনেট থেকে যা কিছু নিজের ফোনে বা কম্পিউটারে প্রবেশ করানো হয় তাকে ডাউনলোড বলে । 

উদহারন :- একটি ব্রাউজার ইন্টারনেট ওয়েব সার্ভার থেকে নিদ্দিষ্ট কিছু ফাইল যেমন- অডিও, ভিডিও, ছবি, লেখা ইত্যাদি ব্যবহারকারীর ডিভাইসে সেভ বা সংরক্ষন করাকে ডাউনলোড বলে ।

What is download and upload? NS Gazi CTC

 আপলোড কী ? What is Upload ?

আপলোড বা আপলোডিং হলো ডাউনলোডের ঠিক বিপরীত প্রতিক্রিয়া । যেমন উপরে আলোচনা করা হয়েছে ইন্টারনেটের অন্যান্য উৎস থেকে ব্যবহারকারী নিজের ডিভাইসে কোন তথ্য সেভ বা সংরক্ষন করাকে ডাউনলোড বলে । ঠিক তেমনি ব্যবহারকারী তার নিজের ডিভাইস থেকে কোন তথ্য বা ডাটা ইন্টারনেটে নিদ্দিষ্ট কোন স্থানে সংরক্ষন করাকে আপলোড বলে । তবে এখানে একটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে যে ভার্চুয়াল জগতে আপনার সেই আপলোডকৃত ফাইলের সাইজ অনুযায়ী জায়গা বা স্পেস থাকতে হবে । 


বিঃদ্রঃ তবে একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে, ডাউনলোড করার সময় যেন অনাকাঙ্খিত কোন ওয়েব সাইট থেকে ডাউনলোড করার সময় ভাইরাস এসে আমাদের কম্পিউটারকে ক্রাশ বা কম্পিউটারের ডাটাগুলোকে নষ্ট করতে না পারে  ।

আজ এ পর্যন্তই । সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি । কথা হবে অন্য কোন পোষ্টে । (আল্লাহ হাফেজ)

আমাদের পোষ্টগুলো পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না । আর ফেসবুকে আমাদের ফলো করতে পারেন আমাদের ফ্যান পেজে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ।

 

 এমএস ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই পোস্টটি দেখতে পারেন । 

পোস্ট :কিভাবে মাইক্রোসফট অফিস এর ফন্ট ট্যাব ব্যবহার করবেন ?

 

Post a Comment

0 Comments