কম্পিউটার কি? কম্পিউটার কিভাবে কাজ করে ? এন.এস গাজী কম্পিউটারস্

What is a computer? How does a computer work?

কম্পিউটার কি? কম্পিউটার কিভাবে কাজ করে ?

What is a computer? How does a computer work? কম্পিউটার কি? কম্পিউটার কিভাবে কাজ করে ? NS Gazi CTC


আসসালামুওয়ালাইকুম বন্ধুরা । আশাকরি সকলে ভালো আছেন । আজ আপনাদের সাথে আলোচনা করবো কম্পিউটার কি এবং কম্পিউটার কিভাবে কাজ করে ???


কম্পিউটার (Computer): আমরা সকলে জানি কম্পিউটার একটি  ইলেকট্রনিক্স যন্ত্র । যা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত একটি যন্ত্র  এবং বর্তমান সময়ে জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কম্পিউটার । আর এই ICT এর যুগে কম্পিউটার ব্যবহার কারীর সংখ্যা দিন দিন ক্রমশই বেড়ে চলেছে । কম্পিউটার কি এটা  হয়ত আমরা অনেকেই জানি কিন্তু কম্পিউটার কিভাবে কাজ করে সেটা আমরা অনেকেই জানি না । আজ আমরা এই পোষ্টের মাধ্যমে কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা ধারনা নেব । তো চলুন শুরু করা যাক ।

কম্পিউটার কি? কম্পিউটার কিভাবে কাজ করে ?


কম্পিউটার (Computer) : কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা অপারেটরের নির্দেশনা অনুসরন করে তার একটি সাবলীল উত্তর প্রদর্শন করে । অপরেটর যে নির্দেশ প্রদান করে তা প্রক্রিয়া করণ করেই কম্পিউটার তার ডিসপ্লে/মনিটরে প্রদর্শন করে । আগে এক সময় কম্পিউটারকে শুধুমাত্র গণনাকারী যন্ত্র হিসাবে ব্যবহার করা হত । কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে কম্পিউটারের ও কাজের পরিধি এবং কাজের গতি দুটোই পরিবর্তন হয়েছে । এখন আর শুধু গণনা করা নয় বরং কম্পিউটার এখন বিভিন্ন গবেষনার কাজে ব্যবহৃত হয়ে থাকে ।


কম্পিউটার যে ভাবে কাজ করে :- কম্পিউটার সাধারনত দুইভাবে কাজ করে থাকে । প্রথমত কম্পিউটারের হার্ডওয়্যার এবং দ্বিতীয়ত কম্পিউটারের সফটওয়্যার ।


হার্ডওয়্যার : সোজা কথায় বলতে গেলে  কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সমূহকে হার্ডওয়্যার বলে ।
সফটওয়্যার : সফটওয়্যার হলো কম্পিউটারে সমস্যা সমাধানের জন্য বা কাজ সম্পাদনের জন্য কম্পিউটারের ভাষায় যে নির্দেশনাবলী প্রদান করা হয় তাকে সফটওয়্যার বলে ।


কম্পিউটার হার্ডওয়্যার আবার তিন ভাগে বিভক্ত যেমন : ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস ও প্রসেসিং ইউনিট ।


* ইনপুট ডিভাইস বলতে যে ডিভাইস বা যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন কমান্ড বা নির্দেশনা দেওয়া হয় তাকে ইনপুট ডিভাইস বলে । যেমন : মাউস, কিবোর্ড, স্ক্যানার ইত্যাদি ।

* আউটপুট ডিভাইস বলতে যে ডিভাইস বা যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন কমান্ড বা নির্দেশনা কে দেখায় বা প্রদর্শন করে তাকে আউটপুট ডিভাইস বলে। যেমন : প্রিন্টার, মনিটর, সাউন্ড বক্স ইত্যাদি ।

কম্পিউটার সফটওয়্যার আবার দুই প্রকার ১। সিস্টেম সফটওয়্যার ২। এ্যাপ্লিকেশন সফটওয়্যার


উপরের লেখাটি আমি আমার নিজের ভাষায় লেখার চেষ্টা করেছি । অনেক ভূলভ্রান্তি থাকতে পারে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশা-আল্লাহ ।


আমাদের কাজ সম্পর্কে জানতে এই পোষ্টটি পড়তে পারেন ।


এড হতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে



Post a Comment

0 Comments