What is our job? And what can you learn from us here?
এন.এস গাজী কম্পিউটার ট্রেনিং সেন্টার ।
কম্পিউটার শিখুন, বেকার মুক্ত বাংলাদেশ গড়ুন ।
আসসালামুওয়ালাইকুম, কেমন আছেন বন্ধুরা ? আশাকরি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন । আজকের পোষ্ট আমার ব্লগ এন.এস গাজী কম্পিউটার ট্রেনিং সেন্টার এর প্রথম পোষ্ট । আশাকরি আপনাদের সকলের এই ব্লগটি ভালো লাগবে । আমরা এই ব্লগটি তৈরি করেছি তাদের জন্য, যারা কম্পিউটার শিখতে চান কিন্তু বিভিন্ন সমস্যার কারনে শিখতে পারেন না তাদের জন্য ।
আমি অনেককে দেখেছি বা আমার কাছে অনেকেই বলে যে, ভাই আমি কম্পিউটার শিখতে চাই কিন্তু কাজের জন্য শিখতে পারছি না । মূলত তাদের হেল্প করার জন্য আমার এই সাইটটি তৈরি ।
আমি এখানে আপনাদের একেবারে বেসিক থেকে শুরু করে এডভান্স লেভেলের কাজ দেখাবো ।
যাতে করে আপনারা আপনাদের অফিসের যাবতীয় কাজ একের পর এক শিখতে পারেন ।
আপনারা যারা অফিসের কাজে কম্পিউটার ব্যবহার করেন কিন্তু আজ এ সমস্যা কাল এ সমস্যা নিয়ে আমার কাছে ম্যাসেজ করেন বা ফোন করে জানতে চান ? ভাই এ অপশনটা একটু বলে দেন এটা কিভাবে কাজ করে বা এ কাজটা কিভাবে করবো ?? তাদের জন্য আমার এই সামান্য প্রচেষ্টা অনেক কাজে দিবে বলে আমি মনে করি ।
আর বিশেষ করে একটা কথা বলতে চাই যারা কম্পিউটার শিখতে আগ্রহী কিন্তু পারিবারিক হোক বা আর্থিক সমস্যা হোক তাদের আর ট্রেনিং সেন্টারে যেয়ে কম্পিউটার শিখতে হবে না ।
তারা নিয়মিত আমার পোষ্টগুলো ফলো করবেন এবং আমার দেখানো কাজ গুলো বাসায় প্রাকটিস করবেন, দেখবেন অল্প ক’দিনে আপনি কম্পিউটার সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন ।
তো আর বেশি কথা না বলে দেখে নিন এখানে কি কি কাজ শিখতে পারবেন ?
কম্পিউটার বেসিক কোর্সঃ
এখানে কম্পিউটার বেসিক কোর্স বলতে আমি বুঝাতে চেয়েছি কম্পিউটারের প্রাথমিক একটা আইডিয়া । যেমন ধরুন আপনি একটা অফিসে কাজ করেন । নিয়মিত আপনাকে মাইক্রোসফট অফিস এ্যাপ্লিকেশনের এম এস ওয়ার্ড/এম এস এক্সেল অথবা কখনও কখনও এম এস পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতে হয় এবং এই কাজের ক্ষেত্রে প্রফেশনাল না হওয়ার কারনে অনেক অসুবিধায়ও পড়তে হয় । তারা আমার এই ব্লগ সাইট থেকে সে সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন ।
বেসিক ইন্টারনেটঃ
বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর । তারপরও আপনি খেয়াল করলে দেখতে পাবেন তাদের ভিতর সেভ ইন্টারনেট (Save Internet) ব্যবহার কারীর সংখ্যা খুবই কম । তারা ইন্টারনেটের সিকিউরিটি সম্পর্কে ভালো অভিজ্ঞ না । যার ফলে প্রতিনিয়ত তাদেরকে ইন্টারনেট বিভ্রান্তির মধ্যে পড়তে হয় । মূলত তাদের জন্য এই বেসিক ইন্টারনেট কোর্সটি । ইন্টানেটের সঠিক ব্যবহার সবার সামনে তুলে ধরা এই কোর্সের মূল উদ্দেশ্য ।
বেসিক ফটোশপঃ
বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনের প্রতি অনেকের আগ্রহ দেখা যায় । কিন্তু তারা গ্রাফিক্স ডিজাইনের সঠিক সফটওয়্যার সম্পর্কে না জানার কারনে বিভিন্ন ধরনের মোবাইল এপস্ ব্যবহার করে এবং হ্যাকিং এর শিকার হয় । আবার অনেকের বলে আমার খুব বেশি দরকার না মোটামুটি একটু ডিজাইন করতে পারলে চলবে শুধু মাত্র অফিস ম্যাইনটেইন করার মত । যেন অফিসের ছোট খাটো কাজগুলো করতে পারি । তাদের জন্য এই কোর্সটা সাজানো হবে বেসিক লেভেলের ।
যাইহোক আজ প্রথম দিন বেশি কথা বলবো না শুধু এতটুকু বলতে পারি আমাদের পোষ্টগুলো ফলো করলে কম্পিউটারের বেসিক সম্পর্কে আপনি একটা ভালো ধরনা অর্জন করতে পারবেন ।
আমাদের সাথে সামাজিক সাইটে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এবং আপনি যদি আইসিটি সম্পর্কে একটু ধারনা রাখেন তাহলে পোষ্ট করতে পারেন আমাদের গ্রুপে ।
সবশেষে আপনাদের সুস্থতা কমনা করি । ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনা প্রয়োজনে ঘরের বাইরে না গিয়ে ঘরেই থাকুন । ঘরে থেকে আইসিটির সাথে সংযুক্ত থাকুন ।
আর আমাদের পোষ্ট সম্পর্কে কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
ধন্যবাদ সকলকে কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ।
0 Comments