আমাদের কাজ কি? এবং আমাদের এখান থেকে আপনি কি শিখতে পারবেন ?

What is our job? And what can you learn from us here?

এন.এস গাজী কম্পিউটার ট্রেনিং সেন্টার ।

কম্পিউটার শিখুন, বেকার মুক্ত বাংলাদেশ গড়ুন ।

NS Gazi CTC First Post

আসসালামুওয়ালাইকুম, কেমন আছেন বন্ধুরা ? আশাকরি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন । আজকের পোষ্ট আমার ব্লগ এন.এস গাজী কম্পিউটার ট্রেনিং সেন্টার এর প্রথম পোষ্ট । আশাকরি আপনাদের সকলের এই ব্লগটি ভালো লাগবে । আমরা এই ব্লগটি তৈরি করেছি তাদের জন্য, যারা কম্পিউটার শিখতে চান কিন্তু বিভিন্ন সমস্যার কারনে শিখতে পারেন না তাদের জন্য ।
আমি অনেককে দেখেছি বা আমার কাছে অনেকেই বলে যে, ভাই আমি কম্পিউটার শিখতে চাই কিন্তু কাজের জন্য শিখতে পারছি না । মূলত তাদের হেল্প করার জন্য আমার এই সাইটটি তৈরি ।
আমি এখানে আপনাদের একেবারে বেসিক থেকে শুরু করে এডভান্স লেভেলের কাজ দেখাবো ।
যাতে করে আপনারা আপনাদের অফিসের যাবতীয় কাজ একের পর এক শিখতে পারেন ।
আপনারা যারা অফিসের কাজে কম্পিউটার ব্যবহার করেন কিন্তু আজ এ সমস্যা কাল এ সমস্যা নিয়ে আমার কাছে ম্যাসেজ করেন বা ফোন করে জানতে চান ? ভাই এ অপশনটা একটু বলে দেন এটা কিভাবে কাজ করে বা এ কাজটা কিভাবে করবো ?? তাদের জন্য আমার এই সামান্য প্রচেষ্টা অনেক কাজে দিবে বলে আমি মনে করি ।

আর বিশেষ করে একটা কথা বলতে চাই যারা কম্পিউটার শিখতে আগ্রহী কিন্তু পারিবারিক হোক বা আর্থিক সমস্যা হোক তাদের আর ট্রেনিং সেন্টারে যেয়ে কম্পিউটার শিখতে হবে না ।
তারা নিয়মিত আমার পোষ্টগুলো ফলো করবেন এবং আমার দেখানো কাজ গুলো বাসায় প্রাকটিস করবেন, দেখবেন অল্প ক’দিনে আপনি কম্পিউটার সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন ।

তো আর বেশি কথা না বলে দেখে নিন এখানে কি কি কাজ শিখতে পারবেন ?

NS Gazi CTC Basic Course

কম্পিউটার বেসিক কোর্সঃ

এখানে কম্পিউটার বেসিক কোর্স বলতে আমি বুঝাতে চেয়েছি কম্পিউটারের প্রাথমিক একটা আইডিয়া । যেমন ধরুন আপনি একটা অফিসে কাজ করেন । নিয়মিত আপনাকে মাইক্রোসফট অফিস এ্যাপ্লিকেশনের এম এস ওয়ার্ড/এম এস এক্সেল অথবা কখনও কখনও এম এস পাওয়ার পয়েন্ট  নিয়ে কাজ করতে হয় এবং এই কাজের ক্ষেত্রে প্রফেশনাল না হওয়ার কারনে অনেক অসুবিধায়ও পড়তে হয় । তারা আমার এই ব্লগ সাইট থেকে সে সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন ।

বেসিক ইন্টারনেটঃ

বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর । তারপরও আপনি খেয়াল করলে দেখতে পাবেন তাদের ভিতর সেভ ইন্টারনেট (Save Internet) ব্যবহার কারীর সংখ্যা খুবই কম । তারা ইন্টারনেটের সিকিউরিটি সম্পর্কে ভালো অভিজ্ঞ না । যার ফলে প্রতিনিয়ত তাদেরকে ইন্টারনেট বিভ্রান্তির মধ্যে পড়তে হয় । মূলত তাদের জন্য এই বেসিক ইন্টারনেট কোর্সটি । ইন্টানেটের সঠিক ব্যবহার সবার সামনে তুলে ধরা এই কোর্সের মূল উদ্দেশ্য ।


বেসিক ফটোশপঃ

বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনের প্রতি অনেকের আগ্রহ দেখা যায় । কিন্তু তারা গ্রাফিক্স ডিজাইনের সঠিক সফটওয়্যার সম্পর্কে না জানার কারনে বিভিন্ন ধরনের মোবাইল এপস্ ব্যবহার করে এবং হ্যাকিং এর শিকার হয় । আবার অনেকের বলে আমার খুব বেশি দরকার না মোটামুটি একটু ডিজাইন করতে পারলে চলবে শুধু মাত্র অফিস ম্যাইনটেইন করার মত । যেন অফিসের ছোট খাটো কাজগুলো করতে পারি । তাদের জন্য এই কোর্সটা সাজানো হবে বেসিক লেভেলের ।


যাইহোক আজ প্রথম দিন বেশি কথা বলবো না শুধু এতটুকু বলতে পারি আমাদের পোষ্টগুলো ফলো করলে কম্পিউটারের বেসিক সম্পর্কে আপনি একটা ভালো ধরনা অর্জন করতে পারবেন ।


আমাদের সাথে সামাজিক সাইটে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এবং আপনি যদি আইসিটি সম্পর্কে একটু ধারনা রাখেন তাহলে পোষ্ট করতে পারেন আমাদের গ্রুপে

সবশেষে আপনাদের সুস্থতা কমনা করি । ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনা প্রয়োজনে ঘরের বাইরে না গিয়ে ঘরেই থাকুন । ঘরে থেকে আইসিটির সাথে সংযুক্ত থাকুন ।

আর আমাদের পোষ্ট সম্পর্কে কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
ধন্যবাদ সকলকে কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ।



Post a Comment

0 Comments