জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) ২০২১ ভর্তির জন্য আবেদন করবেন যেভাবে । ns gazi ctc

 

How to apply for National University Masters (Regular) Admission.

Masters Addmission 2021 ns-gazi-ctc

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত) ভর্তির জন্য আবেদন করবেন যেভাবে ।

How to apply for National University Masters (Regular) Admission. 2021 ns gazi ctc

মাস্টার্স ভর্তি কার্যক্রমের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে । প্রথমে NU ওয়েব সাইটে প্রবেশ করে Admission Form এর উপর ক্লিক করতে হবে । 

পরে একটা ফরম দেখতে পাবেন । সেখানে আপনার তথ্য (অভিভাবকের নাম, জাতীয়তা, মোবাইল নং এবং ঠিকানা) দিয়ে ডান পাশে নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করতে হবে । তাহলে নিচের ছবির মতো একটা ছবি দেখতে পাবেন । সেখানে DOWNLOAD PDF এর উপর ক্লিক করে  আপনার ভর্তি ফরমটি ডাউনলোড করে নিতে পারবেন ।


উপরের DOWNLOAD PDF  এ ক্লিক করলে নিচের ছবির মতো একটা ফরম পাবেন ।  যাতে পেজ আছে দুইটা । একটা স্টুডেন্ট কপি আর একটি  কলেজ কপি । আমি এখানে  একটা  এডিট  করে দেখালাম ।


এবার আপনার কাজ হলো নিদ্দিষ্ট স্থানে স্বাক্ষর করে এবং অভিভাবকের স্বাক্ষর করে নিয়ে কলেজে জমা দেওয়া ।

 বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন । 

আজ এপর্যন্তই । কথা হবে অন্য কোন পোস্টে । সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি (আল্লাহ হাফেজ) । 


আমাদের পোস্ট ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক করতে পারেন এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে

 স্বল্প মূল্যে ব্লগ ডিজাইন ।।। এন এস গাজী

 

Post a Comment

0 Comments