বিবাহের কার্ড ডিজাইন বাংলায় (এমএস ওয়ার্ডে) NS GAZI CTC

 Wedding Card Design Bangla in MS-Word 

বিবাহের কার্ড ডিজাইন বাংলায় (এমএস ওয়ার্ডে)

Wedding Card Design Bangla in MS-Word ns gazi ctc

আসসালামু আলাইকুম বন্ধুরা । আশা করি সকলে ভালো আছেন । বিয়ে আমাদের জীবনে একটি অপরিহার্য বিষয় । একজন মানুষ প্রাপ্ত বয়স্ক হলে তখন তার বিয়ের প্রয়োজন পড়ে । আর এই বিয়ে তো আর একা একা হয়না । দরকার হয় অনেক আত্মীয় স্বজনের । আবার তাদের দাওয়াত দেওয়ার জন্য বর্তমান আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের ডিজাইনের কার্ড ।

আর আজ আমরা আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনি একটি বিয়ের কার্ড সুন্দর করে ডিজাইন করতে পারেন । তাও আবার এমএস ওয়ার্ডে

তো চলুন শুরু করা যাক ......


প্রথমে আমার দেওয়া এমএস ওয়ার্ড এর ফাইলটি ডাউনলোড করে আপনার পিসিতে ইন্সটল করা ওয়ার্ড ফাইলে ওপেন করুন । দেখবেন উপরের ছবির মত একটা ফাইল শো করবে । সেখানে শুধুমাত্র নাম, পিতার নাম, বিবাহ তারিখ, বিবাহের সময়, কোথায় বিয়ে ইত্যাদি  সুবিধামত দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন । এমনকি আপনি চাইলে ডিজাইনও পরিবর্তন করতে পারেন । 


আজ এতটুকুই । কারন এখানে দেখানোর মতো তেমন কোন কাজ নেই । শুধু এডিট করে আপনার মত করে তৈরি করে নিবেন । নাম, দিন তারিখ পরিবর্তন করে নিলেই হবে । 


বিয়ের কার্ডের ডিজাইন  ডাউনলোড করতে পারেন এখান থেকে ।


Click here to download directly ns gazi ctc

আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমার পোস্টটি যদি আপনার কোন কাজে লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে  একদমই ভুলবেন না । লাইক, কমেন্ট তো Must । আর ফেসবুকে আমাদের ফলো করতে লাইক করুন আমাদের ফেসবুক পেজে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে

তো কথা হবে পরের কোন পোস্টে । সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি । আল্লাহ হাফেজ । 

ধন্যবা


Post a Comment

0 Comments