কথা বলুন মাত্র ৩০ পয়সা কল রেটে ।

Talk at a call rate of only 30 paisa. 

কথা বলুন মাত্র ৩০ পয়সা কল রেটে ।


Amber IT IP Phone. 30 Paisa Call Rate. NS Gazi CTC


কথাটি আপনার হয়ত বিশ্বাস হয়নি !! হাসি পেয়েছে তাই না ??? আসলে বিশ্বাস না হওয়ারই কথা । কারন বর্তমান সময়ে যে পরিমাণ কল রেট বেড়েছে তাতে করে বিশ্বাস হওয়ার মত না । 
হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন । কথাটি একদমই সত্যি । বাংলাদেশের বড় একটি টেলিকমিউনিকেশন কোম্পানী Amber IT দিচ্ছে এই সুবিধাটি ।  আপনি কিভাবে কথা বলবেন ৩০ পয়সা কল রেটে ??? তো চলুন শুরু করা যাক......


প্রথমে আপনারকে গুগল প্লে ষ্টোর থেকে Amber IT IP Phone সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে । সফটওয়্যার সাইজ মাত্র ৩৯ এমবি ।

* কম্পিউটার থেকে : পিসি/ কম্পিউটার থেকে দেখতে এই লিংকে ক্লিক করুন । 
* মোবাইল থেকে : প্লে স্টোরে যেয়ে Amber IT IP Phone লিখলেই চলে আসবে ।
* মোবাইল থেকে ইন্সটল করতে এখানে ক্লিক করুন । 


ফাইলটি ইনস্টল হয়ে গেলে আপনার ফোন নাম্বার দিয়ে এবং এনআইডি নং এবং এনআইডি কার্ডের সামনের পার্ট ও পিছন পার্টের ছবি দিয়ে ভেরিফাই করে নিবেন ।
ভেরিফাই হয়ে গেলে আপনি যে কোন নাম্বারে ফোন দিতে পারবেন এই Amber IT IP Phone সফটওয়্যার দিয়ে । তার জন্য আপনার ফোন রিসিভ করা ব্যক্তির কোন রকম ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজন নেই ।
আবার Amber IT IP Phone সফটওয়্যার থেকে Amber IT IP Phone সফটওয়্যার এ অডিও কল, ভিডিও কল একদম ফ্রি । তার জন্য আপনার একাউন্ট থেকে কোন টাকা কাটবে না । শুধু মাত্র আপনার নেট কানেকশন থাকলেই হবে ।

👍 এক নজরে জেনে নিই Amber IT IP Phone কেন সেরা :

📞 আপনার মোবাইলে এপস এর মাধ্যমে কল করুন ।
📞 যে কোন নেটওয়ার্ক (3G, 4G, 5G, WiFi) থেকে কল করুন ।
📞 সাথে সাথেই বার্ত প্রেরণ ।
📞 দারুন অডিও ভিডিও কল ।
📞 ছবি, অডিও, ভিডিও ফাইল প্রেরন ।
📞 ঝামেলা মুক্ত টপ আপ ।


রিচার্জ করবেন কিভাবে ???

এপসতো ইন্সটল করলেন তাহলে কথা বলার জন্য টাকা রিচার্জ করবেন কিভাবে ?? 
এবার আমরা দেখব কিভাবে এমবার আইটি রিচার্জ করতে হয় । বেশি বক বক করে লাভ নাই । এখানে আমার Screenshot দেওয়া ছবি গুলো ভালোভাবে খেয়াল করলে আপনি এমনিতেই বুঝে যাবেন কিভাবে আপনি রিচার্জ করবেন ।
তাহলে দেরি করছেন কেন ?? ছবি গুলো ভালোভাবে দেখুন এবং



এখানে থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আপনি যে মাধ্যমে টাকা রিচার্জ করতে চান সেটা সিলেক্ট করুন । এখানে আমি নগদ ক্যাশ সিলেক্ট করেছি । আপনি আপনার যে একাউন্টটা আছে সেটা সিলেক্ট করুন । তারপর Your Account Number এর ঘরে আপনার ফোন নাম্বারটি দিন । নিচে I Agree বাটনে টিক চিহ্ন দিয়ে Proceed এ ক্লিক করুন । পরের পেজে আপনার মোবাইলে আসা পিন টি বসিয়ে দিয়ে আবার ও Proceed এ ক্লিক করুন । সব শেষে আপনার মোবাইল ব্যাংকিং একাউন্টের পিন দিয়ে ওকে করুন । টাকা রিচার্জ হয়ে যাবে ।


কল রেট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন  এবং বাংলাদেশের যে কোন মোবাইল নম্বরের প্রথম তিন ডিজিট বসালেই কল রেট দেখতে পাবেন ।



তারপর ও কোন সমস্যা হলে নিচে কমেন্ট করতে ভুলবেন না ।




আমাদের সাথে সামাজিক সাইটে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এবং আপনি যদি আইসিটি সম্পর্কে একটু ধারনা রাখেন তাহলে পোষ্ট করতে পারেন আমাদের গ্রুপে

সবশেষে আপনাদের সুস্থতা কমনা করি । ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনা প্রয়োজনে ঘরের বাইরে না গিয়ে ঘরেই থাকুন । ঘরে থেকে আইসিটির সাথে সংযুক্ত থাকুন ।

আর আমাদের পোষ্ট সম্পর্কে কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
ধন্যবাদ সকলকে কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ।


Post a Comment

2 Comments

  1. টাকা ভরার পরও কেন ফোন যায় না

    ReplyDelete
    Replies
    1. যাদের এমন সমস্যা হচ্ছে তারা এ্যাপটি আনইন্সটল করে আবার ইন্সটল করলে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ।
      এক ট্রাই করুন ।
      ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

      Delete