Talk at a call rate of only 30 paisa.
কথা বলুন মাত্র ৩০ পয়সা কল রেটে ।
কথাটি আপনার হয়ত বিশ্বাস হয়নি !! হাসি পেয়েছে তাই না ??? আসলে বিশ্বাস না হওয়ারই কথা । কারন বর্তমান সময়ে যে পরিমাণ কল রেট বেড়েছে তাতে করে বিশ্বাস হওয়ার মত না ।
হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন । কথাটি একদমই সত্যি । বাংলাদেশের বড় একটি টেলিকমিউনিকেশন কোম্পানী Amber IT দিচ্ছে এই সুবিধাটি । আপনি কিভাবে কথা বলবেন ৩০ পয়সা কল রেটে ??? তো চলুন শুরু করা যাক......
হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন । কথাটি একদমই সত্যি । বাংলাদেশের বড় একটি টেলিকমিউনিকেশন কোম্পানী Amber IT দিচ্ছে এই সুবিধাটি । আপনি কিভাবে কথা বলবেন ৩০ পয়সা কল রেটে ??? তো চলুন শুরু করা যাক......
প্রথমে আপনারকে গুগল প্লে ষ্টোর থেকে Amber IT IP Phone সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে । সফটওয়্যার সাইজ মাত্র ৩৯ এমবি ।
* কম্পিউটার থেকে : পিসি/ কম্পিউটার থেকে দেখতে এই লিংকে ক্লিক করুন ।
* মোবাইল থেকে : প্লে স্টোরে যেয়ে Amber IT IP Phone লিখলেই চলে আসবে ।
* মোবাইল থেকে ইন্সটল করতে এখানে ক্লিক করুন ।
ফাইলটি ইনস্টল হয়ে গেলে আপনার ফোন নাম্বার দিয়ে এবং এনআইডি নং এবং এনআইডি কার্ডের সামনের পার্ট ও পিছন পার্টের ছবি দিয়ে ভেরিফাই করে নিবেন ।
ভেরিফাই হয়ে গেলে আপনি যে কোন নাম্বারে ফোন দিতে পারবেন এই Amber IT IP Phone সফটওয়্যার দিয়ে । তার জন্য আপনার ফোন রিসিভ করা ব্যক্তির কোন রকম ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজন নেই ।
ভেরিফাই হয়ে গেলে আপনি যে কোন নাম্বারে ফোন দিতে পারবেন এই Amber IT IP Phone সফটওয়্যার দিয়ে । তার জন্য আপনার ফোন রিসিভ করা ব্যক্তির কোন রকম ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজন নেই ।
আবার Amber IT IP Phone সফটওয়্যার থেকে Amber IT IP Phone সফটওয়্যার এ অডিও কল, ভিডিও কল একদম ফ্রি । তার জন্য আপনার একাউন্ট থেকে কোন টাকা কাটবে না । শুধু মাত্র আপনার নেট কানেকশন থাকলেই হবে ।
👍 এক নজরে জেনে নিই Amber IT IP Phone কেন সেরা :
📞 আপনার মোবাইলে এপস এর মাধ্যমে কল করুন ।
📞 যে কোন নেটওয়ার্ক (3G, 4G, 5G, WiFi) থেকে কল করুন ।
📞 সাথে সাথেই বার্ত প্রেরণ ।
📞 দারুন অডিও ভিডিও কল ।
📞 ছবি, অডিও, ভিডিও ফাইল প্রেরন ।
📞 ঝামেলা মুক্ত টপ আপ ।
রিচার্জ করবেন কিভাবে ???
এপসতো ইন্সটল করলেন তাহলে কথা বলার জন্য টাকা রিচার্জ করবেন কিভাবে ??
এবার আমরা দেখব কিভাবে এমবার আইটি রিচার্জ করতে হয় । বেশি বক বক করে লাভ নাই । এখানে আমার Screenshot দেওয়া ছবি গুলো ভালোভাবে খেয়াল করলে আপনি এমনিতেই বুঝে যাবেন কিভাবে আপনি রিচার্জ করবেন ।
তাহলে দেরি করছেন কেন ?? ছবি গুলো ভালোভাবে দেখুন এবং
এখানে থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আপনি যে মাধ্যমে টাকা রিচার্জ করতে চান সেটা সিলেক্ট করুন । এখানে আমি নগদ ক্যাশ সিলেক্ট করেছি । আপনি আপনার যে একাউন্টটা আছে সেটা সিলেক্ট করুন । তারপর Your Account Number এর ঘরে আপনার ফোন নাম্বারটি দিন । নিচে I Agree বাটনে টিক চিহ্ন দিয়ে Proceed এ ক্লিক করুন । পরের পেজে আপনার মোবাইলে আসা পিন টি বসিয়ে দিয়ে আবার ও Proceed এ ক্লিক করুন । সব শেষে আপনার মোবাইল ব্যাংকিং একাউন্টের পিন দিয়ে ওকে করুন । টাকা রিচার্জ হয়ে যাবে ।



কল রেট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোন মোবাইল নম্বরের প্রথম তিন ডিজিট বসালেই কল রেট দেখতে পাবেন ।



কল রেট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন এবং বাংলাদেশের যে কোন মোবাইল নম্বরের প্রথম তিন ডিজিট বসালেই কল রেট দেখতে পাবেন ।


তারপর ও কোন সমস্যা হলে নিচে কমেন্ট করতে ভুলবেন না ।
আমাদের সাথে সামাজিক সাইটে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এবং আপনি যদি আইসিটি সম্পর্কে একটু ধারনা রাখেন তাহলে পোষ্ট করতে পারেন আমাদের গ্রুপে ।
সবশেষে
আপনাদের সুস্থতা কমনা করি । ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনা প্রয়োজনে
ঘরের বাইরে না গিয়ে ঘরেই থাকুন । ঘরে থেকে আইসিটির সাথে সংযুক্ত থাকুন ।
আর আমাদের পোষ্ট সম্পর্কে কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
ধন্যবাদ সকলকে কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ।
2 Comments
টাকা ভরার পরও কেন ফোন যায় না
ReplyDeleteযাদের এমন সমস্যা হচ্ছে তারা এ্যাপটি আনইন্সটল করে আবার ইন্সটল করলে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ।
Deleteএক ট্রাই করুন ।
ধন্যবাদ কমেন্ট করার জন্য ।