কম্পিউটার মনিটরের লাইট বারবার অফ হয়ে গেলে কী করবেন ?

How To Solve in Monitor Light Off Problem. NS Gazi CTC
How to solve in monitor light off problem.

কম্পিউটার মনিটরের লাইট বারবার অফ হয়ে গেলে কী করবেন ????

How to solve in monitor light off problem.


আসসালামুওয়ালাইকুম, আশাকরি সকলে ভালো আছেন । টাইটেল দেখেন বুঝে গেছেন যে কোন বিষয়ে পোষ্ট করতে যাচ্ছি আজকে । দু’চার বছর ডেক্সটপ ব্যবহার করার মধ্যে এমন সমস্যায় পড়েন নি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট । কোন না কোন সময় এমন সমস্যার সম্মুখীন হয়েছেন বা আগামীতে হতে পারেন । তাই বিষয়টি সম্পর্কে জেনে রাখা ভালো ।
চলুন শুরু করা যাক.....
অনেক সময় দেখা যায় কম্পিউটার অন থাকা অবস্থায় মনিটরের লাইট হঠাৎ করেই অফ হয়ে যায় । আবার নিজে নিজেই লাইট জ্বলে উঠে । এতে করে অনেকেই ভয় পেয়ে যান । মনে করেন যে ইস আমার মনিটরটি মনে হয় নষ্ট হয়ে গেছে বা হয়ত মাদার বোর্ডে মনে হয় কোন সমস্যা হয়েছে । মনিটরের লাইট অফ হওয়া তেমন কোন মারাত্মক সমস্যা না, তিন থেকে চারটি টিপস্ ফলো করলেই বা সে দিকে একটু খেয়াল করলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন খুব সহজে ।


 র‌্যাম এর সমস্যা :

অনেকদিন যাবৎ একটানা কম্পিউটার চালানোর ফলে র‌্যামে ময়লা পড়তে পারে । তখন কম্পিউটারের র‌্যামটা খুলে একটা সুতি কাপড় অথবা Eraser (রাবার) ব্যবহার করে ভালো ভাবে ঘসে র‌্যামটি পরস্কির করুন । তারপর যথাস্থানে র‌্যামটি বসিয়ে কম্পিউটার আবার অন করুন । দেখবেন ঠিক হয়ে গেছে ।

ক্যাবলের সমস্যা :

এমন সময় হতে পারে আপনার ভিজিএ (VGA) ক্যবলটি কোন কারনে লুস কানেকশন হচ্ছে । প্রথমে ভিজিএ ক্যাবলের দুই মাথা ভালো ভাবে সেট করুন । আবর অনেক সময় বিদ্যুৎ সংযোগের কারনেও এ সমস্যা হতে পারে তাই পাওয়ার ক্যাবলটি ভালো ভাবে চেক কর নিন ।

গ্রাফিক্স কার্ড :

গ্রাফিক্সের সমস্যার করনেও এ সমস্যাটি হয়ে থাকে । আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার গ্রাফিক্স ভালো মতো সেটাপ করা আছে কি না । যদি আপনার গ্রাফিক্স সেটাপ থাকার পর ও এমন সমস্যা হয় তাহলে এক্সট্রারনাল গ্রাফিক্স লাগিয়ে দেখতে পারেন ।

রেজুলেশনে সমস্যা :

অনেক সময় দেখা যায় পিসির সাথে মনিটরের রেজুলেশন ঠিক না হওয়ার কারনে এমন সমস্যার সম্মুখীন হতে হয় । সে জন্য ডেক্সটপের ফাকা জায়গায় রাইট বাটন ক্লিক করে Display Settings এ গিয়ে Display Settings Resolution অপশন থেকে মনিটরের সাথে মানানসই রেজুলেশনটি ঠিক করে নিতে পারেন ।

উপরে উল্লেখিত সমস্যা ছাড়া আর তেমন কোন সমস্যা সচারচার দেখা যায় না । তাই আপনাকে আগে Detect করতে হবে আসলে সমস্যাটি কোথায় ? তারপর সেটির ওপর ব্যবস্তা নিতে হবে ।
যদি আপনি উপরে উল্লেখিত বিষয়

আশাকরি উপরের সমস্যাটি সম্পর্কে আগে বুঝবেন তারপর এর সমাধান করবেন ।

আমার এই পোষ্টটি যদি আপনার কোন কাজে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আর আমাদের ফেসবুক পেজে একটা লাইক করে সাথে থাকুন এবং আপডেট রাখুন নিজেকে । ধন্যবাদ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ।

আইটি বিষয়ে কোন পোষ্ট করার থাকলে জয়েন করুন আমাদের গ্রুপে

How To Solve in Monitor Light Off Problem. NS Gazi CTC Blog
How to solve in monitor light off problem.

কি ??? পরের ছবিতে কি বুঝলেন ??? সব ঠিক থাকলে উপরের ছবির মত দেখবেন আপনার মনিটরের লাইট ঠিত মত জ্বলছে । 

Post a Comment

1 Comments

  1. আমার অজানা অনেক কিছুই জানতে পারলাম এই গুরুত্বপূর্ণ পোষ্টটি পড়ে। ধন্যবাদ।

    ReplyDelete