![]() |
How to solve in monitor light off problem. |
কম্পিউটার মনিটরের লাইট বারবার অফ হয়ে গেলে কী করবেন ????
How to solve in monitor light off problem.
আসসালামুওয়ালাইকুম, আশাকরি সকলে ভালো আছেন । টাইটেল দেখেন বুঝে গেছেন যে কোন বিষয়ে পোষ্ট করতে যাচ্ছি আজকে । দু’চার বছর ডেক্সটপ ব্যবহার করার মধ্যে এমন সমস্যায় পড়েন নি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট । কোন না কোন সময় এমন সমস্যার সম্মুখীন হয়েছেন বা আগামীতে হতে পারেন । তাই বিষয়টি সম্পর্কে জেনে রাখা ভালো ।
চলুন শুরু করা যাক.....
অনেক সময় দেখা যায় কম্পিউটার অন থাকা অবস্থায় মনিটরের লাইট হঠাৎ করেই অফ হয়ে যায় । আবার নিজে নিজেই লাইট জ্বলে উঠে । এতে করে অনেকেই ভয় পেয়ে যান । মনে করেন যে ইস আমার মনিটরটি মনে হয় নষ্ট হয়ে গেছে বা হয়ত মাদার বোর্ডে মনে হয় কোন সমস্যা হয়েছে । মনিটরের লাইট অফ হওয়া তেমন কোন মারাত্মক সমস্যা না, তিন থেকে চারটি টিপস্ ফলো করলেই বা সে দিকে একটু খেয়াল করলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন খুব সহজে ।
চলুন শুরু করা যাক.....
অনেক সময় দেখা যায় কম্পিউটার অন থাকা অবস্থায় মনিটরের লাইট হঠাৎ করেই অফ হয়ে যায় । আবার নিজে নিজেই লাইট জ্বলে উঠে । এতে করে অনেকেই ভয় পেয়ে যান । মনে করেন যে ইস আমার মনিটরটি মনে হয় নষ্ট হয়ে গেছে বা হয়ত মাদার বোর্ডে মনে হয় কোন সমস্যা হয়েছে । মনিটরের লাইট অফ হওয়া তেমন কোন মারাত্মক সমস্যা না, তিন থেকে চারটি টিপস্ ফলো করলেই বা সে দিকে একটু খেয়াল করলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন খুব সহজে ।
র্যাম এর সমস্যা :
অনেকদিন যাবৎ একটানা কম্পিউটার চালানোর ফলে র্যামে ময়লা পড়তে পারে । তখন কম্পিউটারের র্যামটা খুলে একটা সুতি কাপড় অথবা Eraser (রাবার) ব্যবহার করে ভালো ভাবে ঘসে র্যামটি পরস্কির করুন । তারপর যথাস্থানে র্যামটি বসিয়ে কম্পিউটার আবার অন করুন । দেখবেন ঠিক হয়ে গেছে ।ক্যাবলের সমস্যা :
এমন সময় হতে পারে আপনার ভিজিএ (VGA) ক্যবলটি কোন কারনে লুস কানেকশন হচ্ছে । প্রথমে ভিজিএ ক্যাবলের দুই মাথা ভালো ভাবে সেট করুন । আবর অনেক সময় বিদ্যুৎ সংযোগের কারনেও এ সমস্যা হতে পারে তাই পাওয়ার ক্যাবলটি ভালো ভাবে চেক কর নিন ।গ্রাফিক্স কার্ড :
গ্রাফিক্সের সমস্যার করনেও এ সমস্যাটি হয়ে থাকে । আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার গ্রাফিক্স ভালো মতো সেটাপ করা আছে কি না । যদি আপনার গ্রাফিক্স সেটাপ থাকার পর ও এমন সমস্যা হয় তাহলে এক্সট্রারনাল গ্রাফিক্স লাগিয়ে দেখতে পারেন ।রেজুলেশনে সমস্যা :
অনেক সময় দেখা যায় পিসির সাথে মনিটরের রেজুলেশন ঠিক না হওয়ার কারনে এমন সমস্যার সম্মুখীন হতে হয় । সে জন্য ডেক্সটপের ফাকা জায়গায় রাইট বাটন ক্লিক করে Display Settings এ গিয়ে Display Settings Resolution অপশন থেকে মনিটরের সাথে মানানসই রেজুলেশনটি ঠিক করে নিতে পারেন ।উপরে উল্লেখিত সমস্যা ছাড়া আর তেমন কোন সমস্যা সচারচার দেখা যায় না । তাই আপনাকে আগে Detect করতে হবে আসলে সমস্যাটি কোথায় ? তারপর সেটির ওপর ব্যবস্তা নিতে হবে ।
যদি আপনি উপরে উল্লেখিত বিষয়
আশাকরি উপরের সমস্যাটি সম্পর্কে আগে বুঝবেন তারপর এর সমাধান করবেন ।
আমার এই পোষ্টটি যদি আপনার কোন কাজে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আর আমাদের ফেসবুক পেজে একটা লাইক করে সাথে থাকুন এবং আপডেট রাখুন নিজেকে । ধন্যবাদ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ।
আইটি বিষয়ে কোন পোষ্ট করার থাকলে জয়েন করুন আমাদের গ্রুপে ।
![]() |
How to solve in monitor light off problem. |
1 Comments
আমার অজানা অনেক কিছুই জানতে পারলাম এই গুরুত্বপূর্ণ পোষ্টটি পড়ে। ধন্যবাদ।
ReplyDelete