ফটোশপে ছবির সাইজ জেনে নিন । ns gazi computers

 Image Size in Photoshop. 

ফটোশপে সবগুলো ছবির মাপ দেখে নিন এক পলকে ।

 

image size in photoshop, ns gazi computers

আসসালামুআলাইকুম বন্ধুরা, আশাকরি সকলে ভালো আছেন । আজ আপনাদের সাথে আলোচনা করবো ফটোশপের বিভিন্ন সাইজ নিয়ে । কারন আমরা যারা নিয়মিত কম্পিউটারে বিভিন্ন কাজ করে থাকি তাদের কোন না কোন ভাবে ফটোশপের প্রয়োজন হয় । 

কিন্তু সমস্যা বাধে একজায়গায়, প্রথমে আসে ছবির সাইজ কত হবে ? তারপর না হয় অন্য কাজ দেখা যাবে এমনটি ভাবেন অনেকেই । 

তাই আজ আলোচনার বিষয় বহুল ব্যবহৃত তিনটি ছবির সাইজ নিয়ে । তো চলুন শুরু করা যাক এই বহুল ব্যবহৃত তিনটি ছবির মাপ কত হয় জেনে নেওয়া যাক । 

Blogg Design ns gazi computers

প্রথমে আসি পাসপোর্ট সাইজ ছবির মাপ কত ? 

What is the size of passport size photo?

আমাদের যে কোন অফিস আদালতে, পাসপোর্ট করতে বা স্কুল/কলেজে  যে ছবির সাইজটি বেশি ব্যবহার হয় তা হলো পাসপোর্ট সাইজ ছবি । আর এই ছবির মাপ হলো- 

Width/আড়-1.5 Ins,  

Height/লম্বায় 1.9 Ins

Resolution/রেজুলেশন হবে 300 । 

এখানে একটা কথা সব সময় মনে রাখবেন আমরা যে কোন ছবির ক্ষেত্রে ছবির Resolution/রেজুলেশন 300 দিয়ে থাকি

What is the size of Stamp size photo?

এবার আমরা জানবো স্ট্যাম সাইজ ছবির মাপ সম্পর্কে । পাসপোর্ট সাইজ ছবির পাশাপাশি স্ট্যাম সাইজ ছবির প্রচুর ব্যবহার হয়ে থাকে ।

Width/আড়- 0.8 Ins,  

Height/লম্বায়- 0.9 Ins অথবা 1 Ins দিলেও হবে ।

Resolution/রেজুলেশন হবে- 300 ।

Passport 5 x 5 cm (x ) Photo Size !!

এটাকেও পাসপোর্ট সাইজ ইমেজ বলে থাকে । কিছু কিছু ক্ষেত্রে এই মাপের ছবি ব্যবহার হয় । 

যেমন :-  ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে, সরকারী হাতে লেখা আবেদন ফরমে ইত্যাদি ক্ষেত্রে ।

5cm = 1.9685 Ins অর্থাৎ প্রায় ২ ইঞ্চি । তবে এক্ষেত্রে অধিকাংশ ইমেজ এডিটরগণ ২ ইঞ্চি x ২ ইঞ্চি দিয়ে ছবি করে থাকে ।


উপরের গুলো ছাড়াও যদি আপনাদের আরও ছবির সাইজ প্রয়োজন হয়ে থাকে তাহলে এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন । তাহলে তার জন্য পেয়ে যাবেন ডেডিকেটেড একটি পোষ্ট । 


আমার এই পোস্ট যদি আপনাদের কোন উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভূলবেন না । আর আমাদের ফেসবুক পেজে লাইক তো Must এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে । 

 

অনেক অনেক ধ্যনবাদ কষ্টকরে পোস্টটি পড়ার জন্য ।

Blogg Design ns gazi computers

* প্রথম থেকে ভালোভাবে MS Word শিখতে আমাদের এমএস ওয়ার্ড এর প্রতিটি ক্লাস ফলো করতে পারেন ।



Post a Comment

0 Comments