শিক্ষক নিয়োগ ৩য় গণবিজ্ঞপ্তি-২০২১ আবেদন করবেন যেভাবে। NS Gazi CTC

How to Apply NTRCA e-Application Form Online 2021.

 

শিক্ষক নিয়োগ ৩য় গণবিজ্ঞপ্তি-২০২১ আবেদন করবেন যেভাবে।




আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন । আজ আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে NTRCA e-Application আবেদন করবেন ?  আপনি নিজেই নিজের আবেদন করতে পারবেন যদি এই আর্টিকেলটি ভালো ভাবে পড়েন । তাহলে চলুন শুরু করা যাক। 


তার আগে আমরা যে বিষয়গুলো জেনে নিতে পারবো । 

  • বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) শিক্ষক নিয়োগ ৩য় গণবিজ্ঞপ্তি নোটিশ ২০২১ । 
  • e-Application আবেদন ফরম । 
  • Applicant's Login 
  • List of Vacant Posts (Public Circular: 2021-03-30
আমরা উপরের বিষয়গুলো সম্পর্কে মোটামুটি জানার পর এবার দেখবো যে, কিভাবে আবেদন করতে হবে । 
প্রথমে  আমাদের নিচের এই সাইটটিতে যেতে হবে । 
সাইটটির নাম : http://ngi.teletalk.com.bd/ 
যাওয়ার পর এমন একটি পেজ দেখতে পাবেন । 
এখানে প্রথমটিতে (Recruitment Cycle 3 (2021-03-30) এখানে ক্লিক করুন । 

 

তাহলে নিচের মত আর একটি পেজ দেখতে পাবেন । 
এখানে (e-Application (Public Circular: 2021-03-30)) এখানে ক্লিক করুন । 


তাহলে নিচের মত একটা পেজ দেখতে পাবেন । 
এই পেজটাতে আমাদের কিছু (Information) তথ্য দিতে হবে । এখানে যদি কোন তথ্য ভুল হয় তাহলে আপনি পরের অপশনটি দেখতে পাবেন না । যেমন ধরুন আপনি ১০তম ব্যাচ । কিন্তু আপনি এখানে ১১ অথবা ১২ তম ব্যাচ উল্লেখ করলেন তখন দেখবেন নিচে রোল নং দেওয়ার একটা ঘর শো করবে । তখন সেখানে আপনার ১০তম ব্যাচের রোল নং দিলে পরের রেজিঃ দেওয়ার ঘরটি আর শো করবে না । কারন আপনার রোল নং এর সাথে ব্যাচের কোন  মিল পাওয়া যায়নি । 

সেজন্য প্রতিটি ঘরে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন । 
যাতে করে আমরা আমাদের আবেদনের মূল ফরমে যেতে পারি । 
ধরুন আমাদের সবগুলো তথ্য সঠিক দিলাম । 

সবগুলো তথ্য সঠিক দেওয়ার পর নিচের Submit বাটন ক্লিক করুন । 
এবার দেখবেন নিচের মত একটা পেজ আসবে । এটাই আমাদের মূল আবেদন ফরম । 
এখানে দেখবেন যে উপরে আপনার কিছু তথ্য দেখাচ্ছে  যে গুলো সব সময় থাকবে এবং যা অপরিবর্তনীয় । যা আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না । 
 

তারপর নিচের তথ্যগুলো সঠিক ভাবে দিন । আর উপরে খেয়াল করুন আপনার কোটা (মহিলাদের ক্ষেত্রে মহিলা কোটা শো করবে) ও MPO Type ঠিকমত দেখাচ্ছে কিনা ??? 
তারপর নিচের যে ফরমটি দেখছেন সেটাই মূল আবেদন ফরম । এই ফরমে উপরের কিছু অংশ পূরণ থাকবে সেটা দেখতে পাবেন । তারপর নিচের অংশগুলো সঠিকভাবে পূরণ করুন কোন অবস্থাতেই ভুল করা যাবে না । কারন এখানে ভুল করলে পরে এডিট করার কোন অপশন থাকবে না । 
 
( তবে যদি কোন অবস্থতে ভুল হয় তাহলে যে আবেদন ফরমটি ভুল সাবমিট করেছেন সেই আবেদন ফরমটির টাকা পে করবেন না ।)




তারপরও কোন সমস্যা হলে এই পোষ্টের নিচে অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট / ম্যাসেজ দিতে পারেন । যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ । 

আমাদের পোষ্ট ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন  এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে



Post a Comment

0 Comments