শিক্ষাবৃত্তি/শিক্ষাসহায়তার আবেদন জন্য আবেদন করুন অনলাইনে ।

 Scholarship / Educational Assistance 2021

২০২০-২১ অর্থ বছরে শিক্ষাবৃত্তি/শিক্ষাসহায়তার আবেদন করুন এবং বার্ষিক ৩,০০০/- থেকে ৬,০০০/- হারে শিক্ষাবৃত্তি / শিক্ষাসহায়তা পান ।  

 

কারা  শিক্ষাবৃত্তি/ শিক্ষাসহায়তার জন্য আবেদন করতে পারবেন আর কারা পারবেন না  ? 

  • ১১-২০ গ্রেড ভুক্ত সরকারী কর্মচারীগণ ।
  • ৫ম থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষার্থীগণ । 
  • আর ৬ষ্ঠ থেকে মাস্টার্স বা সমমান পড়া শুনা করে যাদের সন্তান । 

   

আর যারা এর আওতায় পড়বেন না তারা আবেদন করতে পারবেন না ।

সকল শিক্ষার্থী সরকারী অনুদানের জন্য আবেদন করতে পারবে একসেবা ওয়েব পোর্টালে ।

বিস্তারিত জানতে এখানেও দেখতে পারেন ।

 

কেন এবং কখন দেওয়া হয় বৃত্তি ।

শিক্ষাবৃত্তি প্রদানের জন্য বহুল প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকা অনলাইনে বিজ্ঞপ্তি মাধ্যমে প্রকাশিত হয়।

আবেদন সাধারণত বছরের শুরুর দিকে প্রকাশিত হয়ে থাকে ।

ভাল ফলাফল অর্জনকারীদেরকে উৎসাহিত করার জন্য দুটি ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে।

যে সকল ছাত্রছাত্রী প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে গড়ে ৮০% এর অধিক নম্বর পেয়েছে ।

প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে গড়ে ৫০% হতে ৭৯% নম্বর পেয়েছে।

 

যেভাবে আবেদন করবেন শিক্ষা বৃত্তির জন্য এবং যা যা লাগবে :

 অনলাইনে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করে প্রিন্ট করে নিতে হবে ।

যথাস্থানে স্বাক্ষর, অফিস প্রধান দ্বারা  সত্যায়িত করে নিতে হবে ।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রদত্ত মার্কশীট আবেদন সত্যায়ন করতে হবে ।

মার্কশীট আবেদনপত্র স্ক্যান করে সাবমিট করতে হবে ।

ছবি স্ক্যান করে সাবমিট করতে হবে ।

 

শিক্ষা বৃত্তি বা সহায়তা কখন পাওয়া যাবে এবং কিভাবে পাওয়া যাবে :

 সাধারণত আবেদনে ব্যাংক হিসাব তথ্য দিতে হয় ।

বছরের শেষের দিকে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাব জমা হবে ।

 

অলাইনে আবেদন করতে নিচের লিংক ক্লিক করুন :

আবেদন করতে এখানে ক্লিক করুন

অথবা নিচে ছবির উপরে ক্লিক করুন । 

শিক্ষাবৃত্তি সহায়তার জন্য আবেদন ।। এন এস গাজী কম্পিউটারস্

এই ২০২১ সালের জন্য আবেদনের শেষ তারিখ ৩১ শে মার্চ পর্যন্ত তবে প্রতি বছর ১ থেকে ২ মাসের জন্য আবেদনের সময় থাকে ।

 

 

এই ব্লগের কোন পোস্ট নিয়ে দ্বিমত পোষন করলে বা আমাদের কোন বিষয়ে পরামর্শ দেওয়ার থাকলে ম্যাসেজ করতে পারেন আমাদের পেজে অথবা কমেন্ট করতে পারেন এই পোষ্টের নিচে কমেন্ট বক্সে ।

 

ফেসবুকে আমাদের পোষ্ট নিয়মিত পেতে চাইলে আমাদের পেজে লাইক করতে পারেন অথবা জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে

 

 

Post a Comment

0 Comments