দেখে নিন আপনার পিসি ও মোবাইলের আইপি এড্রেস কি ?

What's My IP Address? আমার আইপি এড্রেস কি? 

 

আসলামুআলাইকুম, আশা করি এই করোনা মহামারীর মধ্যেও মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন । 

আজ আমরা জানবো কিভাবে আমরা আমাদের পিসি অথবা মোবাইলের আইপি এড্রেস জানতে পারি । যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন তাদের কোন না কোন সময় তাদের আইপি এড্রেস এর প্রয়োজন হয়ে থাকে । আর যারা জানেন না তাদের ক্ষেত্রে আইপি এড্রেস বের করা অনেক কঠিন হয়ে পড়ে । তাই আমরা দেখবো কিভাবে খুব সহজে এই কাজটি করা যায় । 
 
আর এই কাজটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হলো শুধুমাত্র একটা ওয়েব সাইট ব্যবহার করে । আর কিছুই করা লাগবে না । 
জ্বি হ্যাঁ শুধুমাত্র লিংকটিতে ক্লিক করলেই আপানার আইপি এড্রেস জানিয়ে দিবে । তো চলুন দেখে আসি আমাদের IP Address

গুগলে যেয়ে শুধু লিখুন IP Address আর এন্টার প্রেস করলেই দেখবেন নিচে একটা লিংক আসবে whatismyipaddress.com নামে,  সেখানে ক্লিক করুন । দেখবেন নিচের ছবির মত একটা পেজ শো হবে আর সেখানেই আপনার আইপি এড্রেস দেখাচ্ছে । 
অথবা এখানেও ক্লিক করতে পারেন । whatismyipaddress.com 


আশা করি পোস্টটি আপনাদের একটু হলেও কাজে আসবে । 
ফেসবুকে নিয়মিত আপডেট পেতে আমাদের এন.এস গাজী কম্পিউটারস্ পেজটি লাইক করতে পারেন । সাথে লিংকডইন  টুইটার  এ ও ফলো করতে পারেন ।






Post a Comment

0 Comments