HSC Admission Circular 2020 (xiclassadmission.gov.bd) HSC College Level

HSC Admission Circular 2020 xiclassadmission.gov.bd HSC College Level

HSC Admission Circular 2020 (xiclassadmission.gov.bd) HSC College Level



HSC Admission Online application start on 09 August 2020 and will be end on 20 August 2020.

আসসালামুওয়ালাইকুম, আশাকরি সকলেই এবার ভালো থাকবেন । কারন এস এস সি পরীক্ষার পর এতদিন যাবৎ এইচ এস সি ভর্তির কোন খবরই ছিল না । সম্প্রতি আমাদের শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি ঘোষনা দিয়েছে যে আগামী ৯ই আগষ্ট ২০২০ হইতে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হবে এবং এই ভর্তির কার্যক্রম চলবে ২০ আগষ্ট ২০২০ পর্যন্ত ।

আবেদন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।


আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করুন । 



আবেদন ফি প্রদান :
অন্যান্য বার শুধু মাত্র টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হতো । কিন্তু এবার বিভিন্ন মোবাইল ব্যাংকিং এড করা হয়েছে । যেমন :- টেলিটক প্রিপেইড সিম, নগদ মোবাইল ব্যাংকিং, বিকাশ মোবাইল ব্যাংকিং, রকেট মোবাইল ব্যাংকিং, শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং ও সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন । ফি জমা দেওয়ার পর  www.xiclassadmission.gov.bd  ঠিকানায় গিয়ে আবেদনে ক্লিক করুন ।


আবেদন প্রক্রিয়া :
আবেদনে ক্লিক করার পর প্রথমে আপনার এস এস সি রোল নং, রেজিষ্ট্রেশন নং, বোর্ড ও পরীক্ষার সাল সিলেক্ট করে নেক্সট ক্লিক করলে প্রার্থীর বাবা/মার নামসহ রেজাল্ট শো করবে । এর পরের স্টেপ এ কলেজ চয়েস করে সাবমিট করতে হবে ।

এবার সর্বনিন্ম ৫ টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজ নির্বাচন করতে পারবেন ।

আবেদনের সর্বশেষ আপডেট জানতে আমাদের ফেসবুক পেজে এড হতে পারেন । আমাদের পেজে নিয়মিত চাকরি, শিক্ষা এবং অনলাইন বিষয়ক যাবতীয় বিষয়ে পোষ্ট করা হয়ে থাকে । চাইলে আপনিও শিক্ষা সংক্রান্ত বিষয়ে পোষ্ট করতে পারেন আমাদের গ্রুপে



Post a Comment

0 Comments